Tips Category

Tips and Tricks

২-৩ ড্রপ অ্যাপ্রিকট অয়েলের সাথে ১ ড্রপ ইলানা ফ্রাঙ্কনসেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার ফেইস ভালোভাবে ক্লিন করে মিশ্রণটি হালকা ভাবে পুরো মুখে উপর থেকে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন, সকালে ভালোভাবে ধুয়ে ফেলুন। রেগ্যুলার ব্যবহারে আপনি পাবেন স্পটল্যাস, স্মুদ ও আকর্ষনীয় ত্বক।

২-৩ ড্রপ ইলানা জোজোবা অয়েলের সাথে ১ ড্রপ ইলানা বাসিল অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার প্রতি রাতে মুখ ভালোভাবে ক্লিন করে মিশ্রণটি পুরো ফেইসে হালকা ভাবে ম্যাসাজ করুন। পুরোরাত রেখে সকালে উঠে ফেইসওয়াশ দিয়ে ক্লিন করে ফেলুন।

 

**best for: oily skin

– নিম অয়েল – ১ চা চামচ
– টি ট্রি এসেনশিয়াল অয়েল – ৩ ড্রপ

 

মিক্স করে ফেইস ও পিঠের ফাংগাল একনের উপর লাগিয়ে নিন। সপ্তাহে ২ বার।

 

**best for: acne-prone skin

– আলমন্ড অয়েল- ১/২ আউন্স
– ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল- ২ ড্রপ
– জেরেনিয়াম এসেনশিয়াল অয়েল- ২ ড্রপ
– রোজমেরি এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ

 

এই মিশ্রণটি আলতো করে ফেইসে ম্যাসাজ করুন, স্পেশালি ব্ল্যাকহেডসের উপর এবং ২-৩ ঘন্টা পর ফেইসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

 

**best for: acne prone, dry, mature/ageing skin

আপনার ডেইলি ময়েসচারাইজারের সাথে এই ড্রপ ফ্রাঙ্কনসেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে রোজ রাতে অ্যাপ্লাই করতে পারেন।

 

**best for: oily, acne prone, normal, dry, sensitive, mature/ageing skin

ইলানা অ্যাপ্রিকট অয়েল ফেসিয়াল অয়েল হিসেবে ব্যবহার করুন। এছাড়াও চাইলে আপনার ফেইস মাস্কের সাথে ২-৩ ড্রপ ইলানা অ্যাপ্রিকট অয়েল মিশিয়েও ব্যবহার করতে পারেন।

 

**best for: normal, dry, sensitive, combination, mature/ageing skin

৩০ মিলি ইলানা জোজোবা অয়েলের সাথে এক ড্রপ ইলানা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে আপনি ফেসিয়াল অয়েল কিংবা ন্যাচারাল অয়েল ক্লেঞ্জার হিসেবে ব্যবহার করুন। এটি আপনার একনে স্পট দূর করতে সাহায্য করবে।

 

**best for: oily, acne prone, normal, dry, sensitive, combination, mature/ageing skin

১ ড্রপ ইলানা সুইট আলমন্ড অয়েল ও এক ড্রপ ইলানা সিসেমি অয়েল মিশিয়ে নিন। এবার এতে এক ড্রপ ইলানা ফ্রাঙ্কনসেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেসিয়াল অয়েলের মতো ব্যবহার করুন। এতে আপনার স্কিনে ব্রণের দাগ সহজেই দূর হয়ে যাবে।

 

**best for: acne prone, oily, combination

৩০ মিলি ইলানা অ্যাভকাডো অয়েলের সাথে এক ড্রপ ইলানা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে আপনি ফেসিয়াল অয়েল কিংবা ন্যাচারাল অয়েল ক্লেঞ্জার হিসেবে ব্যবহার করুন। এটি আপনার একনে স্পট দূর করতে সাহায্য করবে।

 

**best for: acne prone, normal, oily, sensitive, mature/ageing

আপনার এক্টিভ একনের উপর সরাসরি ইলানা টি ট্রি অয়েল লাগিয়ে রাখুন। ২০ – ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

**best for: oily, acne prone, combination skin

রেগ্যুলার ব্যবহৃত ক্লে মাস্কের সাথে ১ ড্রপ ইলানা টি ট্রি অয়েল ব্যবহারে একনে প্রবলেম দূর হবে।

 

**best for: oily, acne prone, combination

শরীরে ব্রন ঠেকানর জন্য সমপরিমান ইলানা তিল তেল এবং নিম অয়েল স্কিনে অ্যাপ্লাই করুন।

 

**best for: acne prone, dry skin

১ ড্রপ ইলানা নিম অয়েল ও ১ ড্রপ ইলানা জোজোবা অয়েলের সাথে ১ ড্রপ ইলানা টি ট্রি অ্যাসেনশিয়াল ওয়েল মিশিয়ে প্রতিদিন স্কিনে ম্যাসাজ করুন অথবা বডি অয়েল হিসেবে ব্যবহার করুন।

 

**best for: acne-prone skin

প্রতি রাতে ইলানা অলিভ অয়েলে আপনার নখ ভিজিয়ে রাখুন। এতে আপনার নখ স্ট্রং এবং নমনীয়।

সমপরিমাণ ইলানা জোজোবা, অলিভ এবং অ্যাভোকাডো অয়েলের সাথে ১ ড্রপ ইলানা ইউক্যালিপটাস অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নেইল অয়েল তৈরি করে ব্যবহার করুন।

১ ড্রপ সুইট ইলানা আলমন্ড অয়েল, ১ ড্রপ ইলানা অ্যাভোকাডো অয়েল, ১ ড্রপ ইলানা জেরেনিয়াম অ্যাসেনশিয়াল অয়েলের সাথে ১ ড্রপ ইলানা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল, ১ ড্রপ ইলানা ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল ও ১ ড্রপ ইলানা ফ্রাঙ্কনসেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড অয়েল হিসেবে ব্যবহার করুন।

 

**best for: normal, dry, sensitive, mature/ageing skin

সফট এবং শাইনি হেয়ার পেতে শ্যাম্পু করার পর দুই ড্রপ ইলানা আর্গান অয়েল হেয়ার সিরাম হিসেবে ব্যবহার করুন।

 

**best for: dry, dull, brittle, frizzy, oily, coloured, curly

For shiny hair, use it at least once a week. Just take a few drops on your palms or in a small bowl, divide the hair through the scalp and apply it in sections on the hair and scalp. Leave it in at least for an hour before you wash it off, but for best results, use it overnight.

 

**best for: dry, damaged, dull, oily, curly

সমপরিমাণ ইলানা সুইট আলমন্ড, অ্যাভোকাডো, সিসেমি ও অলিভ অয়েলের সাথে ১ ড্রপ ইলানা রোজমেরি, ইলাং ইলাং ও ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি হেয়ার অয়েল তৈরি করুন। সপ্তাহে দুবার চুল ও স্ক্যাল্পে ব্যবহার করুন।

 

**best for: dry, curly hair

সমপরিমাণ ইলানা কোকোনাট ও আর্গান অয়েলের সাথে ১ ড্রপ ইলানা বারগামোট ও রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে সপ্তাহে ৩ বার চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

 

**best for: dry hair

– ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল- ৩-৪ ড্রপ
– ইলাং ইলাং এসেনশিয়াল অয়েল- ৩-৪ ড্রপ
– বিশুদ্ধ পানি- ৩-৫ ড্রপ

 

সবগুলো মিশিয়ে একটি প্লাস্টিক স্প্রে বোতলের সাহায্যে হেয়ার ও স্ক্যাল্পে স্প্রে করুন।

 

**best for: dry hair

– কোকোনাট অয়েল- ২ টেবিল চামচ
– ডিমের সাদা অংশ- ১ টি

 

একটি পাত্রে মিশিয়ে চুলে লাগিয়ে নিন এবং ২ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

 

**best for: all hair

– হেয়ার মাস্ক
– ইউক্যালিপ্টাস এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– বার্গামোট এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ

 

আপনার হেয়ার মাস্কের সাথে মিক্স করে ব্যবহার করুন।

১ টেবিল চামচ ইলানা নীম অয়েল ও ১ টেবিল চামচ ইলানা জোজোবা অয়েলের সাথে ১ ড্রপ ইলানা ইউক্যালিপটাস অ্যাসেনশিয়াল অয়েল, ১ ড্রপ ইলানা বার্গামোট অ্যাসেনশিয়াল অয়েল ও ১ ড্রপ ইলানা টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল ভালোভাবে মিশিয়ে হেয়ার অয়েল হিসেবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

 

**best for: oily hair

– ইউক্যালিপ্টাস এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– টি ট্রি এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– জোজোবা অয়েল- ২ টেবিল চামচ

 

এই অয়েল প্যাকটি স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন সপ্তাহে ২ বার।

 

**best for: dry, oily hair

  • two tablespoons of olive oil
  • two tablespoons of raw honey
  • one egg
  • 5-7 drops of geranium essential oil

 

Mix with a whisk until the texture of the mask is smooth and creamy. Cover your clean damp hair with a plastic cap and let the mask sit for an hour. Then use a non-sulfate shampoo. Follow that up with your favorite conditioner. You’ll be amazed by your hair’s feel and shine!

 

**best for: dry hair

সপ্তাহে ২-৩ বার নিম তেল ব্যবহারে ব্রণের সমস্যা দূর হবে।

ইলানা জোজোবা অয়েল খুবই উপকারী ফ্ল্যাট হেয়ারের যত্নে।

স্ক্যাল্পের এক্সট্রা অয়েল থেকে রক্ষা পেতে ইলানা সিসেমি অয়েল ব্যবহার করুন।

 

**best for: all hair

– লেমন এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল- ১ ড্রপ
– আল্মন্ড অয়েল – ১ চা চামচ

 

মিশ্রণটি সপ্তাহে দুবার স্ক্যাল্পে ম্যাসাজ করুন, ২ ঘন্টা পর ধুয়ে ফেলুন।

 

**best for: all hair

You Have Reached The End